- Willmar schwabe, Germany.
- Herbamed AG,switzerland.
- Boericke & Tafel ( B&T),Germany
1 Drop = 0.05 ml.
1 Dram = 3.696 ml or 3.696 gram or 73.93 Drop.
1 OZ = 30 ml
2 OZ= 60 ml
4 OZ = 120 ml
1 Tea-spoonful = 5 ml
1 Table-spoonful = 15 ml
(Note: Ounce short form OZ)
What is Potency ?
Potency means Dilution plus Energy. এই Potency ঔষধ গুলো তৈরি হয় তিনটা স্কেল বা পদ্ধতিতে। খুব সংক্ষেপে কিছু কথা।
X Denotes Decimal Scale.
C Denotes Centesimal scale.
LM Denotes 50-Millesimal Scale.
এখানে Drug ration থাকে 1/100th part of original Drug.
এই স্কেলে ঔষধগুলো সব Dilution form বা লিকুইড আকারে পাওয়া যায়। তবে Solid Drug কে যেগুলো ট্রাইটুরেশন করা দরকার সেগুলো 3rd potency পর্যন্ত trituration করা হয় অতঃপর 4th potency থেকে liquid তৈরি হয়। এই স্কেলের প্রচলিত শক্তি হচ্ছে 6, 12, 30, 200, 1 M, 10 M, 50 M & CM এগুলোকে তিন ভাবে প্রকাশ করা যায়।যেমন: Aconite 6 or Aconite 6 C or Aconite 6 CH.
এখানে C মানে সেন্টিসিমাল, H মানে হ্যানিমেন।
Note: 1M মানে এক হাজার। এখানে M দিয়ে হাজার প্রকাশ করে। 50 M মানে ৫০ হাজার। CM মানে এক লক্ষ, C মানে ১০০, M মানে হাজার; ১০০হাজার বা ১ লক্ষ।
ইন্ডিয়াতে 0/1,0/2,0/3 etc ( Hahnemann also prefer )
বাংলাদেশে M/1,M/2, M/3 etc
পশ্চিমা বিশ্বে 1/0, 2/0, 3/0 etc.
কিন্তু সবচেয়ে ভাল হয় যদি প্রকাশ করা হয় LM/1, LM/2, LM/3 etc.
L মানে হচ্ছে ৫০, M মানে হাজার, ৫০হাজার। অর্থাৎ LM/1 থেকে LM/2 এ শক্তির ব্যাবধান ৫০হাজার। Here 0 means poppy size globules or 10 no size globule.
এক কথায় বলতে গেলে একটা ঔষধের যে পরিমান, একটি নির্দিষ্ট সময়ে খেতে দেয়া হয় সেটাই ডোজ বা মাত্রা। যেমন: ১ ফোঁটা ঔষধ বা ১গ্রেন ঔষধ বা ১চামচ ঔষধ।কিন্তু এইভাবে বললে ডোজের প্রকৃত অর্থ প্রকাশ হবে না।তাই সবগুলো স্কেল পৃথক বর্ণনাদরকার।
Decimal Scale এর ডোজ কেমন হবে : যেহেতু হ্যানিমেন প্রথম জীবনে এই স্কেল ব্যাবহার করতেন সেজন্য এটার কোন আপডেট তথ্য নেই। এই স্কেলের ঔষধ সরাসরি ১/২ ফোঁটা খেতে দেয়া যায়, পানিতে মিশিয়ে অথবা পানি ছাড়া। এই স্কেলের ঔষধ ক্লাসিকাল হোমিওপ্যাথরা ব্যাবহার করতে নিরুৎসাহিত করেন। কারন এতে Medicinal aggravation দেখা যায়। এবং ৬ষ্ঠ সংস্করনের আলোকে এটা স্থূল মাত্রা (Large Dose) হয়ে যায়। সাধারণত Advanced pathological case এ, এই স্কেলের ঔষধ ব্যাবহার করা হয়। অন্যান্য রোগের ক্ষেত্রেও করা হয়। মাদার টিংচার ঔষধটা বেশি।
Centesimal potency ঔষধের ডোজ কেমন হবে: হ্যানিমেন ১৮২২ সাল পর্যন্ত নিম্ন শক্তি(Low potency) স্থূল মাত্রায় (Crude form) এ প্রয়োগ করতেন DecimalScale এর ঔষধ বা সরাসরি মাদার টিংচার তিনি অর্গাননের চতুর্থ সংস্করনে সরাসরি ঔষধ গ্লোবিউলসে দিয়ে খেতে দিতেন।তখন পানিতে মিশাতেন না। অতঃপর 5th Edition Organon এ মেডিকেটেড করা গ্লোবিউলস পানিতে মিশিয়ে খেতে দেন।এতক্ষণ কথার সারাংশ হল Centesimal potency ঔষধ ও প্রথমে গ্লোবিউলসে সিক্ত বা মেডিকেটেড করে ১/২ টা পিল পানিতে দিতে হবে। (Reference: Aph: 288,5th Ed 246,272, 6th Edi)সেখান থেকে ১ চা চামচ ঔষধ খাবে। সরাসরি পানিতে ঔষধ দেয়ার নিয়ম নেই।তবে বহু ডাক্তারের অভিজ্ঞতায় দেখা গেছে কোন কোন রোগীর ক্ষেত্রে যেসব ঔষধ গভীর ক্রীয়া করে না (Non Deep acting medicine) ১ ফোঁটা ঔষধ পানিতে দিলে ভাল রেজাল্ট পাওয়া যায়। তবে এই কথা পরস্পর কিছুটা অর্গানন বিরোধী।
হোমিও ঔষধ সবসময় সূক্ষ্ম বা ক্ষুদ্রতম মাত্রা ( Infinitesimal or Minimum Dose) এ প্রয়োগ করতে হয়।
আর এই Minimum Dose হচ্ছে ১ টা ১০ নাম্বার সাইজের গ্লোবিউলস। (Aph 277,278,284,285) সাইজ হিসাব করা হয় ১০টা গ্লোবিউলস পাশাপাশি রেখে স্কেল দিয়ে মাপা হলে ১০মিলিমিটার হবে।হ্যানিমেনের ভাষায় এরকম ৫০০ টি গ্লোবিউলস ১ ফোঁটা ঔষধ দিয়ে সিক্ত (Medicated) হবে। কিন্তু ১ টা করে গ্লেবিউলস সরাসরি খেতে দেয়া যাবে না। 120ml বা চার আউন্স পানিতে ১টা ঔষধ দ্বারা মেডিকেটেড করা গ্লোবিউলস দিতে হবে সেখান থেকে ১ চামচ পানি নিয়ে, আরেকটা গ্লাসে ৭/৮ চামচ পানিতে দিতে হবে।অতঃপর সেখান থেকে ১ চামচ ঔষধ ৮/১০/১২ ঝাঁকি দিয়ে খেতে দিতে হবে। (Aph: 280) প্রয়োজনে ২/৩ গ্লাস পানি পরিবর্তন করতে হবে রোগীর Vital force যদি দূর্বল হয়।তাতে ঔষধের শক্তি কমবে না (Aph: 285,286,287 ) এটাই হচ্ছে 50 millesimal potency ঔষধ দেয়ার নিয়ম। Reference : . § 248,270 Foot note 155 & 275.
What is Modified Dose?
এটার বাংলা অর্থ পরিবর্তিত মাত্রা।অর্থাৎ প্রত্যেকবার ঔষধ খাওয়ার পূর্বে ৮/১০/১২ ঝাঁকি দিয়ে Dose এর শক্তি কিছুটা পরিবর্তিত হয়। এটা গুরুত্বপূর্ণ বিষয়। কারন একই শক্তির ঔষধ প্রতিবার ভাইটাল ফোর্সকে আক্রমন করতে পারে না। সেইজন্য ঔষধ পানিতে দেয়ার জন্য বলা হয়। সরাসরি মেডিকেটেড করা গ্লোবিউলস দিলে সঠিক ভাবে ঝাঁকানো যাবে না। Reference: § 247,248,284 & 285 ; 6th Ed.
অর্গাননের ২৮৪ & ২৮৫ সূত্র অনুসারে মুখে ঔষধ খেতে দেয়াই ভাল। যদি সম্ভব না হয়তাহলে ঘ্রানের মাধ্যমে এবং শরীরে মেসেজ করে দেয়া যাবে ।Reference: Foot Note 247, F.N 288 এইক্ষেত্রে ঔষধ বানানোর নিয়ম হল ১ড্রাম শিশির৩ ভাগের ২ ভাগ, Distilled water দিতে হবে, তারমধ্যে কয়েক ফোঁটাRectified Spirit দিতে হবে তারপর C or LM স্কেলের potency medicated করা ১/২ টাগ্লোবিউলস দিয়ে শিশির মুখ কর্ক দিয়ে বন্ধ করে ঝাঁকাতে হবে।তারপর কর্ক খুলে একটাNostril বন্ধ করে ১/২ বার নিঃশ্বাস নিতে হবে। আর শরীরে মেসেজ করতে হলেEpidermis, Arm, Thighs, Lower part of Abdomen, testicles Labia majora তে অল্পঔষধ দিয়ে gently massage করতে হবে। তবে জায়গাটাতে কোন চর্মরোগ না থাকেখেয়াল রাখতে হবে। এই ভাবে প্রতিবার ঔষধ দেয়ার পূর্বে ৮/১০/১২ বার ঝাঁকিয়ে নিতে হবে।
Diet & Regimen: Acute Disease এর জন্য কোন খাবারের নিষেধাজ্ঞা নেই।
(Aph:262,263) Chronic Disease এ Specific কোন কোন খাবার ঔষধ চলাকালীন সময়খেতে নিষেধ করা হয়। বিশেষত খাবারটি যদি ঔষধের কার্যকারীতা নষ্ট করার সম্ভাবনা থাকে।
External Application of Medicine: Hahnemann Organon 5th Ed এর ১৯৬ ও ২০৩ নং সূত্রে External application ব্যাবহার করতে নিষেধ করেছেন।কিন্তু কিছুক্ষেত্র এর প্রয়োজনীয়তা আছে বলে 6th Edition এর ২৮৪,২৮৫ নং সূত্রে ব্যাবহার করতে বলেছেন। যদি প্রয়োজন হয় তবে যেই ঔষধ খাওয়া হচ্ছে সেই একই ঔষধ বাহ্যিক ব্যাবহার করা যাবে।এমনটাই তিনি উল্লেখ করছেন। তাছাড়া ২৮২ নং ফুটনোটে Fig warts এ External Application ব্যাবহারের বিষয় দেখা যায় ।
Now Introducing Some instrument that are most
usable for buy or Dispensing medicine.
Uses: ১ চা চামচ বা ৫মি.লি , সাধারণত Decimal & Centi Scale ঔষধ খেতে এটা ব্যাবহৃত হয়।
১ টেবিল চামচ বা ১৫ মি.লি পানি LM scale ঔষধ খেতে ব্যবহৃত হয়।
5 ml plastic Bottle |
10 ml plastic Bottle |
1 Dram Plastic |
1 Dram file |
1 OZ or 30 ml Bottle |
2 OZ or 60 ml Bottle |
4 OZ Bottle |
Uses: LM potency medicine দেয়া হয়।
100 ml Bottle |
450 gram Biochemic tablet |
450 gram Biochemic tablet , বাংলদেশী কোম্পানীর বায়োকেমিক tablet মোটামুটি ভাল। Biochemic tablet ঠান্ডা বা নরমাল পানি দিয়ে খাওয়া নিষেধ। গরম পানি দিয়ে খাওয়া যায় অথবা খাওয়ার পর গরম পানি খাওয়া যাবে। ৪/৫ টা ট্যাবলেট একসময়ে খাওয়া যায়।
450 ml mother tincture Bottle |
মাদার টিংচার চারটা বা কখনো পাঁচটা ক্লাস হয় A, B, C, D, Super Class.
A class টার কোয়ালিটি সর্বনিম্ন, তারপর B Class আরেকটু উন্নত কোয়ালিটি, তারপর C, D, Super Class.
C থেকে পরবর্তী C potency তৈরি করার নিয়ম:
3.5 ml 6 C এর সাথে 3.5*99=346.5 ml Alcohol মিশিয়ে ১০ টা ঝাঁকি দিলে হয়ে যাবে 350 ml 7 C.
30 ml 30 C এর সাথে 30*99= 2970 ml Alcohol মিশিয়ে ১০ টা ঝাঁকি দিলে হয়ে যাবে 3000 ml 31 C.
60 ml 200 C এর সাথে 60*99= 5940 ml Alcohol মিশিয়ে ১০ টা ঝাঁকি দিলে হয়ে যাবে 6000 ml 201 C.
[Drug Ratio 1:99]
3.5 ml 6x এর সাথে 3.5*9=31.5 ml Alcohol মিশিয়ে ১০ টা ঝাঁকি দিলে হয়ে যাবে 35 ml 7X.
[Drug Ratio 1:9]
তারপর 100 Drop Dispensing Alcohol & 400 Drop Purified water দিতে হবে।সব গুলোকে একত্রে মিশাতে হবে।অতঃপর এখান থেকে ১ ফোঁটা ঔষধ নিয়ে নতুন বোতলে রেখে তার সাথে ১০০ ফোঁটা Absolute Alcohol মিশিয়ে, ১০০বার ঝাঁকি দিতে হবে।
ঝাঁকি গুলো একসাথে ১০০বার দিতে হবে, এরকম ভাবে শক্তি প্রয়োগ করে ঝাকি দিতে হবে বোতলের গায়ে তরল পদার্থ লেগে থাকে। তারপর সেখান থেকে ১ ফোঁটা নিয়ে ৫০০টা 10 no size globules এ মিশালেই হয়ে গেল LM/1 potency.
500 টা 10no size globules 5 grain ( 0.32 gm) হবে। Bloating paper use করা হয়।
Back LM potency থেকে পরবর্তী Potency বানানোর নিয়ম:
LM/1 Potency একটা গ্লোবিউলস নিতে হবে একটা ড্রাম ফাইলে তারপর ১ ফোঁটা Distilled water দিয়ে প্রথমে সেটি গলাতে হবে, অতঃপর ১০০ ফোঁটা Pure alcohol মিশিয়ে ১০০বার আগের মত ঝাঁকি দিতে হবে। তারপর এখান থেকে ১ ফোঁটা নিয়ে পূর্বের মত ৫০০ গ্লোবিউলসকে সিক্ত করলে হয়ে গেলে LM/2, এই ভাবে প্রয়োজনমত LM/30 or LM/50 পর্যন্ত বানানো যাবে।
সবচেয়ে ভাল হয় কোন ভাল কোম্পানির LM/1 সংগ্রহ করে এই ভাবে পরবর্তী শক্তি নিজেরা তৈরি করে ব্যাবহার করা।
Indian Hapco একটা LM potency জন্য ভাল কোম্পানি।
LM potency medicine এর সাথে অন্য স্কেলের রিলেশন:
Dudley W. Everitt এই তিনটা স্কেলের তুলনামূলক তাত্ত্বিক শক্তির তুলনা করেছেন।কিন্তু ব্যাবহারিক অর্থে এটা সঠিক নয়। কারন ঔষধ বানানোর প্রক্রিয়া ভিন্ন।
Decimal
|
Centesimal
|
50-Millesimal
|
16X
|
8C
|
LM/1
|
20X
|
10C
|
LM/2
|
24X or 26 X
|
13C
|
LM/3
|
Centesimal
|
Decimal
|
1C
|
2X
|
2C
|
4X
|
3C
|
6X
|
Fluxion potency: Trituration
থেকে Liquid ফর্মে নেয়ার জন্য এটি ব্যাবহৃত হয়।
6X এর নিচে অনেক ড্রাগ পানি কিংবা এলকোহলে দ্রবণীয় হয় না।তখন এই পদ্ধতিতে 6X
trituration নিয়ে সরাসরি 8X তৈরি হয়। এটাকে Jumping potency ও বলা হয়।একে হ্যানিমেনের
আবিষ্কৃত Homeopathic pharmacy and to Colloidal Chemistry বলা হয়।
High Fluxion potency: সাধারণত সেন্টিসিমাল
স্কেলের 1M পর্যন্ত হাতে মেনুয়ালী তৈরি করা হয়।এরপর 10M, 50M, CM potency তৈরির জন্য
এই পদ্ধতি অনুসরণ করা হয়। এখানে মধ্যবর্তী শক্তিগুলোর ক্ষেত্রে এলকোহলের পরিবর্তে
Purified water ব্যাবহার করা হয়।
Straight potency:Trituration থেকে
Liquid ফর্মে নেয়ার জন্য এটি ব্যাবহৃত হয়।ডাঃবার্ট 6X trituration থেকে 7X liquid তৈরি
করে দেখিয়েছেন।
Mother Tincture Class old & New :
হ্যানিমেন প্রথমে নয়টা ক্লাসে ঔষধ তৈরি করতেন। এটাকে OlD method বলে।
প্রথম চারটি ক্লাসে mother tincture, তার পর ৫ম ও ৬ষ্ঠ ক্লাসে Mother solution সবশেষে
৭ম,৮তম,৯তম ক্লাস দিয়ে trituration তৈরি করতেন।এই পদ্ধতিতে সময় বেশি লাগে বলে পরবর্তীতে
আমেরিকান ও ব্রিটিশ ফার্মাকোপিয়া fresh vegetables and animal drug substance কে Maceration এবং
Dry or fresh drug substance কে Percolation পদ্ধতিতে তৈরি করে।এটাই
নিউ মেথড।
Source of medicine কেন জানা দরকার:
Deep acting, Short acting মেডিসিন জানার জন্য অবশ্যই তার Source জানতে হবে। তা না
হলে সব মেডিসিন এক রকম মনে হবে।
তাই কোন ঔষধ কোনটার আওতায় তারজন্য Vegetable, Animal, Mineral, Nosodes, Sarcodes,
Imponderabilia & Synthetic Source এর মেডিসিন গুলো পৃথক ভাবে জানতে হবে।
Vehicle: ঔষধ Dispensing করে রোগীকে দেয়ার
জন্য প্রধান ভেহিকল Distilled water, ( পানি ফুটিয়ে ব্যাবহার করা যায়) তার সাথে গ্লোবিউলস,
১০নাম্বার সাইজ LM Scale medicine বানানের জন্য লাগবে, ২০নাম্বার সাইজ Centesimal
medicine medicated করার জন্য লাগবে। তার সাথে এলকোহল। এলকোহলের কাজ নিচে বর্ণনা
করা হয়েছে।
Rectified Spirit: এটাকে
আমরা RS বলে অবহিত করি। Rectified Spirit C or LM scale ঔষধ দেয়ার জন্য অল্প পরিমানে ঔষধের
Acidic test বাড়ানোর জন্য দিতে হয়।
তাই হোমিও ফার্মেসি গুলো Rectified Spirit এর বোতলে কোন ঔষধের নাম লিখে বিক্রি করে।
কিনার সময় অবশ্যই RS বলতে হবে।
সাধারণ ২ আউন্স বোতলের পানিতে ১/২ ফোঁটা আর ৪ আউন্স বোতলে ৩/৪ ফোঁটা RS দেয়া হয়। অথবা
রোগীর মানষিক অবস্থা বুঝে কম বেশি করা যেতে পারে।
Placebo /Nihilhinum/ Rubrum/ Lactopen / Sac lac এর ব্যাবহার:
Stuart Close এর মতে প্লাসিবো হচ্ছে Second Best remedy.
একটা নির্দিষ্ট শক্তির ঔষধ একটা সময় পর্যন্ত কাজ করে। তখন সময় অতিবাহিত করার জন্য প্লাসিবো
দেয়া হয়।
যেমন: কোন ক্রণিক চর্ম রোগে সালফার ২০০, ২আউন্স বোতলে ৭/৮ দিন খেতে দেয়া হল।
তারপর আরো ১৪/১৫ দিন সময় অতিবাহিত করতে ১/২ বোতল প্লাসিবো দেয়া হল।
কারন চর্মরোগটির জন্য সালফারের কার্যকরীতা প্রকাশ করতে সময় দিতে হবে। ২/৪ আউন্স
পানিতে ২/৩ ফোঁটা RS হচ্ছে সবচেয়ে ভাল প্লাসিবো।তাছাড়া Blank tablet অনেকে Placebo
হিসেবে ব্যাবহার করেন।Reference: Aph:
91,281 6th Ed